১৫দিন পেরিয়ে গেলেও এখনো চুয়াডাঙ্গায় শুরু হয়নি খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। ফলে বাড়তি দামে নিত্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। তাদের অভিযোগ টিসিবির পণ্য গুদামে তোলেননি, পণ্য বিক্রির দায়িত্বে থাকা ১১ জন ডিলার। এ সুযোগে, রমযানে নিজেদের খেয়াল খুশি মত নিত্য পণ্যের দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা।
রমযান উপলক্ষে গেলো মাসের ১৫ তারিখ থেকে তালিকাভুক্ত ঠিকাদারদের মাধ্যমে খোলা বাজারে নিত্য পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। কিন্তু চুয়াডাঙ্গায় টিসিবির নিয়োগ করা ১১ জন ঠিকাদার পণ্য বিক্রির ব্যাপারে নিস্ক্রিয় রয়েছেন। ফলে সরকারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি কোন ঠিকাদার ব্যবসায়ী।
এ অবস্থায় ইচ্ছেমত নিত্যপণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। বাজারে প্রতি কেজি চিনি ৭০, মশুর ডাল ১২০, ছোলা ৮৫ এবং সয়াবিন তেল ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, রমজান শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো টিসিরি কোন পণ্য পাচ্ছি না। গোডাউনে মাল থাকা সত্বেও ডিলাররা তা বের করছেন না। এতে করে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি যে এ সমস্যা থেকে যেনো আমরা দ্রুত সমাধান হয়।
জেলা মাকেটিং অফিসার শহীদুল ইসলাম জানান, টিসিবির কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব এ পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেয়া হয়।
ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম শুরুর দাবি চুয়াডাঙ্গাবাসির।
আর/এমকে